বাগেরহাটের মোল্লাহাটে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বার বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানা। উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শোভন সরকারের নিকট বুধবার সকাল ১১ টায় এ মনোনয়নপত্র দাখিল করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হিমায়েত উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব এম ডি আল আমিন, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব কে এম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদ মেহফুজ রচা, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এল জাকির হোসেন, শেখ রেজাউল কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মোঃ জিননুরাইন ও সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান প্রমুখ।