মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন এর আয়োজনে নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২০ এপ্রিল বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়ায় উপজেলা উচ্চবিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হাসান ঢালীর সহযোগীতায় সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন মোল্লার ব্যবস্থাপনায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল হাকিম হাওলাদারের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শরিফ প্রধানের সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আওলাদ হোসেন মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওমর আলী ওরফে জাবেদ ওমর।
আরো উপস্থিত ছিলেন মিরকাদিম পৌর সভা জাতীয় পার্টির সভাপতি ইসমাইল হোসেন রাহাত, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন চোকদার, উপজেলা কৃষক লীগের সভাপতি হাজী দ্বীন মো. লালু, রশুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সারোয়ারে আলম, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মির্জা হায়দার নেকবর প্রমুখ।