অ্যাস্টন ভিলার কাছে নিজ মাঠে হেরে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে পিছিয়ে পড়েছিল আর্সেনাল। এরপর বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকেও বিদায়ঘণ্টা বেজে যায় গানারদের। ওই শোক কাটিয়ে উঠে জয়ের ধারায় ফিরেছে মিকেল আর্তেতার দল। ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহাম্পটনের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে আর্সেনাল। গানারদের হয়ে গোল দুটি করেছেন লিয়ানদ্রো ট্রোসার্ড এবং মার্টিন ওদেগার্দ। উলভসকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়েও ফিরল আর্সেনাল। ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে তো এখন গানাররাই। ৩৩ ম্যাচে আর্সেনালের অর্জন ৭৪ পয়েন্ট। তাদের চেয়ে মাত্র ১ পয়েন্ট পেছনেই বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। সিটিজেনরা ম্যাচও খেলেছে গানারদের চেয়ে একটি কম। তাদের সমান ৩২ ম্যাচ থেকে ৭১ পয়েন্ট অর্জন করে তৃতীয় স্থানে আছে লিভারপুল। তিন ম্যাচ পর প্রথম জয়। পয়েন্ট তালিকার শীর্ষে ফেরা। সব মিলিয়ে উলভসের বিপক্ষে জিতে খুশি আর্সেনাল কোচ মিকেল আর্তেতা, ‘খুব ভালো সাড়া দিয়েছে খেলোয়াড়রা। ওদের নিয়ে আমি গর্বিত। আমরা সঠিক পথে প্রতিক্রিয়া দেখিয়েছি। জয়টা আমাদের প্রাপ্য ছিল। আরেকটি ক্লিন শিট নিয়ে মাঠ ছাড়লাম।’ উলভসের মাঠে মাঝবিরতির বাঁশি বাজার আগে আগে লিয়ানদ্রো ট্রোসার্ডের গোলে এগিয়ে যায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রেখে খেলতে থাকে সফরকারীরা। ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিল তারা। কিন্তু প্রাপ্ত সুযোগগুলো কাজে লাগাতে পারছিল না। অবশেষে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আবার গোল পায় গানাররা। এবারের গোলদাতা মার্টিন ওদেগার্দ। ইএসপিএন