বাংলাদেশ সংবাদ সংস্থা বাংলা বিভাগের সাবেক বার্তা প্রধান আমিরুল মোমেনীনকে আহবায়ক, দৈনিক সমকালের সাবেক অতিরিক্ত বার্তা সম্পাদক তপন দাশকে যুগ্ম-আহবায়ক ও দৈনিক স্বাধীনমতের প্রধান প্রতিবেদক মনিরুল ইসলাম মানিককে সদস্য সচিব করে ‘প্রবীণ সাংবাদিক ফোরাম, বাংলাদেশ’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ করা হয়েছে। ফোরামের অন্য সদস্যরা হলেন- তরুণ তপন চক্রবর্তী (বীর মুক্তিযোদ্ধা), কামাল চৌধুরী, মুখলেছুর রহমান, মাহমুদুর রহমান খোকন, বরুণ ভৌমিক নয়ন, আবুল খায়ের, আতিকুর রহমান চৌধুরী, সাখাওয়াত হোসেন, আজমল হক হেলাল ও শাহ আলম ডাকুয়া। এড-হক কমিটি সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, নিবন্ধন, ষাটোর্ধ্ব সাংবাদিকদের তালিকা সংগ্রহ পূর্বক সাধারণ সভা করে নির্বাচনের মাধ্যমে ২ বছর মেয়াদী নির্বাহী কমিটি গঠন করবে। নবগঠিত প্রবীণ সাংবাদিক ফোরাম, বাংলাদেশ-এর আহবায়ক আমিরুল মোমেনীন ও সদস্য সচিব মনিরুল ইসলাম মানিক প্রবীণ সাংবাদিকদের মহান মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত হয়ে দলমত নির্বিশেষে এক কাতারে সামিল হওয়ার আহবান জানিয়েছেন।