ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনার।চিকিৎসার জন্য ভারতে গিয়ে গত ৪ দিন ধরে পরিবারের সঙ্গে যোগযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে নিখোজ রয়েছে।এতে উদ্বিগ্নে রয়েছে পরিবারের সদস্যরা ও নেতাকর্মীরা। এ ঘটনায় গত ১৮ মে ভারতের বরাহনগর থানায় মিসিং ডায়েরি করেছেন এমপি আনারের বন্ধু গোপাল বিশ্বাস।জিডিতে গোপাল বিশ্বাস উল্লেখ করেছেন ১২১৭/৩ মন্ডলপাড়া লেন, কলি ৯০ আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে আমার বাড়িতে বাংলাদেশের এমপি আনোয়ারুল আজীম আনার,পিতা ইয়াকুব আলী বিশ্বাস,সরকারি ভূষণ স্কুল রোড,কালীগঞ্জ, ঝিনাইদহ ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আসেন। ওনার সঙ্গে আমাদের প্রায় ২৫ বৎসর এর পারিবারিক সম্পর্ক। ভারতে আসলে তিনি আমার বাসায় থাকতেন। তিনি কোথায় বিভাবে আছেন এ সংবাদ লেখা পর্যন্ত সঠিক ভাবে কেউ বলতে পারছেন না।নিখোঁজ এমপি আনোয়ারুল আজিমের খোঁজ করতে গিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তার মোবাইল লোকেশন ট্র্যাক করেছে। তারা জানতে পেরেছে কলকাতায় বন্ধুর বাড়ি থেকে বের হওয়ার পর তার মোবাইলের লোকেশন একবার পাওয়া গিয়েছিল সেখানকার নিউমার্কেট এলাকায়।
পরের দিন দুপুর ১.৪১ মিনিটে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আমার বাড়ি থেকে রওনা হয়ে যান। যাবার সময় বলে যান আমি দুপুুরে খাব না। সন্ধ্যেবেলা ফিরে আসবো এবং যাবার সময় নিজে গাড়ি ডেকে বিধান পার্ক কলকাতা পুলিশ স্কুলের সামনে থেকে গাড়িতে উঠে চলে যান। তারপর উনি সন্ধ্যে বেলা না ফিরে হোয়াটসঅ্যাপ এ ম্যাসেজ করে জানায় আমি বিশেষ কাজে দিল্লিতে চলে যাচ্ছি এবং পৌঁছে ফোন করব, তোমাদের ফোন করার দরকার নেই।গত ১৫ মে সকাল ১১:২১ মিনিটে হোয়াটসঅ্যাপ মাসেজ করে জানায় আমি দিল্লি পৌঁছালাম, আমার সাথে ভিআইপিরা আছে। ফোন করার দরকার নেই, এই একই ম্যাসেজ নিজের বাড়িতে এবং পিএ (এমপির ব্যাক্তিগত সহকারী) কে ফরোয়ার্ড করে।গত ১৬ মে সকাল বেলা ওনার পিএ কে ফোন করে। কিন্তু পিএ ফোন রিসিভ করতে পারেনি, পরে যখন রিং ব্যাক করে তখন আর ওনার ফোন এ কোন যোগাযোগ করা সম্ভব যায়নি।
এদিকে এমপি আনারের নিখোজ ঘটনা নিয়ে কালীগঞ্জ ও ঝিনাইদহ জেলায় চলছে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা।কালীগঞ্জ শহরের সকল প্রান্তেই এসব নিয়ে আলাপ আলোচনা। সোমবার সকালে ও বিকালে এমপি আনারের বাড়ির সামনে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নেতা কর্মীদের ভীড় করে। সবার মধ্যে চিন্তা আর নেতার সন্ধান নিয়ে আলোচনা।পিএস আবদুর রউফ জানান,গত ১২ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান।কিন্তু এরপর বৃহস্পতিবারে শেষ কথা হয়েছে। ৪ দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। গত ১২ মে দর্শনার বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করেন এমপি আনার। ইমিগ্রেশন শেষ করে ভ্যানে চড়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন তিনি। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন তার গাড়ি চালক তরিকুল ইসলাম। এ সময় এমপি আনার ব্লু রংয়ের শার্ট পরিহিত ছিলেন। ভ্যান চালক আর এমপি আনার ছাড়া ভ্যানে আর কেউ ছিলেন।
ভারতের ব্যারাকপুর পুলিশের ডেপুটি কমিশনার অনুপ সিং বলেছেন প্রাথমিক ভাবে তদন্ত শুরু করেছেন। ফলে কালীগঞ্জ বাসির বিশ^াস তিনি সুস্থভাবে দেশে ফিরবেন এমনটা আশা সবার মধ্যে রয়েছে। এমপির ভাই এনামুল হক ইমান জানান, ভারতে ডাক্তার দেখাতে যাওয়ার সময় তার কাছে বলেছিলেন ৪ দিনের জন্য ভারতে যাচ্ছি ফিরে এস ঢাকায় যাব। এমপির স্ত্রী ফেরদৌস ইয়াসমিন শেফালি,কন্যা মোনতারিন ফেরদৌস ডরিনসহ পরিবারের সবাই হতাশাগ্রস্থহয়েপড়েছে।এমপি আনার২০১৪.২০১৮.২০২৪ সাল টানা তিনবারে আওয়ামী লীগের এমপি নির্বাচিত হন। এমপি হওয়ার আগে তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন।এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ও ব্যক্তিগত সহকারী (পিএস) ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সোমবার (২০ মে) তারা ভিসার জন্য ভারতীয় দূতাবাসে আবেদন করেছেন বলে জানা গেছে। ইতোমধ্যে এমপির বড় ভায়ের ছেলে সাইমন, আশিকুর রহমান ও যশোরের উজির আলি ভারতে রয়েছেন।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৬ মে সকালের দিকে এমপি আনারের অবস্থান ছিল বিহারের মোজাফ্ফরাবাদ। সেখান থেকে পিএস রউফ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ফোনে কল করা হয়। তবে ওই ফোন কল প্রকৃত পক্ষে এমপি আনার করেছিলেন কিনা তা নিয়ে নতুন করে ধূ¤্রজালের সৃষ্টি হয়েছে। সোমবার সকালে এমপির পিএস আবদুল রউফ বলেন, যারা ভারতে গেছেন তাদের সঙ্গে নতুন করে কোনো যোগাযোগ হয়নি।এদিকে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষকে এমপি আনারের নিখোঁজের বিষয়টি অবহিত করা হয়েছে। ঢাকা থেকে গোয়েন্দা পুলিশ সর্বক্ষণ পশ্চিমবঙ্গের পুলিশের সঙ্গে তথ্য আদান প্রদান করছেন। এ অবস্থায় পরিবারের লোকজনের মাঝে উৎকণ্ঠা বাড়ছে।এদিকে, ভারতে গিয়ে এমপি আনারের ৮ দিন ধরে কোনো যোগাযোগ না থাকার বিষয়টি নিয়ে স্থানীয় নেতাকর্মীর মধ্যে বিভিন্ন গুঞ্জন চলছে। ফেসবুকে নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীরা তার সুস্থতা কামনা করে পোস্ট দিচ্ছেন।