দিনাজপুরের কাহারোল উপজেলায় কুরবানীকে সামনে রেখে ব্যবসায়ীরা তাদের ইচ্ছামত মসলা সহ বাড়চ্ছে বিভিন্ন জিনিস পত্রের দাম। শুক্রবার উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে রসুনের দোকানগুলোতে প্রচুর পরিমাণ সরবরাহ থাকলেও একসপ্তাহের ব্যবধানে বেড়েছে ৬০/৭০ টাকা প্রতি কেজিতে। সরবরাহ কম হওয়ায় দাম হঠাৎ করে বেড়ে যাওয়াতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। অপর দিকে বিভিন্ন মসলার দাম বেড়েছে।
আসন্ন কুরবানীকে সামনে রেখে ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আসায় দাম বাড়িয়ে দিয়েছে। ব্যবসায়ী করিম বলেন হঠাৎ করে বাজারে রসুন আমদানি কমে গেছে। আগে সরবরাহ ভালো ছিল তাই দাম কম ছিল। তিনি আরো বলেন কৃষকেরা বর্তমানে রসুন বিক্রি না করে পরবর্তী সময়ে বার্তি দামের আসায় সংরক্ষন করে রেখেছেন এবং মজুদও করেছেন।
সেই সাথে অনেক ব্যবসায়ী কুরবানীকে পুঁজি করে অধিক মুনাফার আসায় রসুন মজুদ করে রাখছেন। তিনি বলেন নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম কমাতে হলে বাজার মনিটরিং একান্ত প্রয়োজন।