রাজারহাটে মুফতি আমির হামজার মাহফিল, জনতার ভীড়

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:০৬ এএম

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট নূরানী একাডেমি ও হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ৩৯তম বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে রাজারহাট ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে পীরজাদা আলহাজ্ব মাওলানা হাবিবুল্লাহ সিদ্দিকির সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজা, কুষ্টিয়া। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী এবং তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন মাওলানা খন্দকার রেজাউল করিম। রাজারহাট  নূরানী একাডেমি ও হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ আবদুস ছালাম জানান, প্রতি বছরের ন্যায় এবছরও ১৪জন হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়। মুফতি আমির হামজার বক্তব্য শোনার জন্য রংপুর, লালমনিরহাট, গাইবান্ধাসহ বিভিন্ন জেলার লাখো নারী-পুরুষ উপস্থিত হয়। পার্শ্ববর্তী রাজারহাট কারিগরি বাণিজ্যিক কলেজ মাঠে প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের এবং আরো কয়েক জায়গার প্রজেক্টের মাধ্যমে ওয়াজ শোনার ব্যবস্থা করা হয়। রাজারহাট থানার পুলিশ প্রশাসন, মাহফিল এন্তেজামিয়া কমিটি ও স্বেচ্ছাসেবকের সার্বিক সহযোগিতার সুন্দরভাবে মাহফিল অনুষ্ঠিত হয়।
 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW