নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বাণিজ্যিকভিত্তিতে শুরু হয়েছে সূর্যমুখীর আবাদ। ফুলে ভরা ক্ষেত দেখে নতুন করে সূর্যমুখী আবাদে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা। সুবর্ণচরের চর বজলুল করীম, চর আমানুল্যা ও পশ্চিম চর-ভাটার প্রায় ১৫৪ একরে সূর্যমুখী চাষ হয়েছে এবার। কৃষক বলছেন, তারা পিছিয়ে আছেন শুধু বাজারজাতের ক্ষেত্রে।