চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এবার শীত কালীন সবজি শিমের প্রচুর চাষাবাদ করেছেন স্থানীয় কৃষকরা। এতে ফলন ও ভাল হচ্ছে। অন্যান্য বছরের ন্যায় এ বছর চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকা দোহাজারী জামিরজুরী,রায় জোয়ারা ,দিয়াকুল ,চাগাচর ও বৈলতলী বরমা, হাশিমপুর এবং দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ির বিস্তৃর্ণ এলাকাজুড়ে প্রচুর শিমের চাষাবাদ করা হয়েছে।-এফএনএস