পিরোজপুর : নাজিরপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে উপজেলা সদরে আসছে মৌসুমি মধু ফল। পুরো বাজার গুলোতে সর্বত্রই আম, জাম, কাঁঠাল, লিচু, জামরুল, বেল, পেয়ারাসহ নানা জাতের ফল পাকতে শুরু করেছে। এসব পাকা ফলের মিষ্টি গন্ধ সহজেই মন কাড়ে সবার। ক্রেতারা এই মধুফলে আকৃষ্ট হয়ে ভিড় করছেন বাজারগুলোতে। ছবিটি বৃহস্পতিবার তোলা। -এফএনএস