ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘মো. ফুল মিয়া মেমোরিয়াল ফ্রি ফ্রাইডে ক্লিনিক’-এর ১৭তম বার্ষিক হেলথ্ ক্যাম্প ও ফ্রি ঔষধ বিতরণ সফল ভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ১৫-২০ জন অভিজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে উপজেলার দেওড়া গ্রামের প্রয়াত ফুল মিয়া মেম্বারের (ডাক্তার বাড়িতে) বাড়িতে অনুষ্ঠিত ওই ক্যাম্পে দেড় সহস্রাধিক নারী পুরূষ ও শিশু চিকিৎসাসেবা নিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক দেওড়া গ্রামের কৃতি সন্তান ডা: জুনাইদুর রহমান লিখনের সার্বিক পরিচালনায় রোগীদের হাতে তুলে দেয়া হয়েছে বিনামূল্যে ঔষধ। সূত্র জানায়, অন্যান্য বছরের মত গতকাল সকাল থেকেই ফ্রি হেলথ ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রমে গ্রামের নারী পুরূষ ও শিশুর ঢল নামে। অর্থোপেডিক, মেডিসিন, গাইনি, চর্ম, শিশুসহ বেশ কয়েকটি বিষয়ের অভিজ্ঞ চিকিৎসকরা সকাল ১০টা থেকেই রোগী দেখে ব্যবস্থাপত্র দেয়া শুরূ করেন। পাশেই বসে বিনামূল্যে ঔষধ বিতরণ করছেন ডা: লিখনের লোকজন। নির্ধারিত ২০-২৫ জন ভলেন্টিয়ার পুরা অনুষ্ঠানটির শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিকাল ৫টা পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। ক্যাম্পে অংশ গ্রহনকারী চিকিৎসকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডা: মো. নোমান মিয়া, ড্যাব-এর সভাপতি ডা: মকবুল হোসেন, ডা: মোহাম্মদ জহিরূল ইসলাম, ডা: কে.এম ফয়সাল আল-আহসান, ডা: মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ডা: মো. শাখাওয়াৎ হোসাইন, ডা: ছায়েম আহমেদ, ডা: মো. আবু হামেদ বাবু, ডা: মো. মনির হোসাইন, ডা: মো. হিমেল খান, ডা: এ.বি.এম মুছা চৌধুরী, ডা: মো. গোলাম সারোয়ার, ডা: মাইমুনা ইসমাইল, ডা: জাকিয়া সুলতানা রূপা, ডা: ফৌজিয়া জাফরিন টিকলি, ডা: শারমিন হক স্বর্ণা, ডা: নাবিদ আলম প্রমূখ। চিকিৎসা নিতে আসা বিল্লাল মিয়া, মিনার মিয়া, আনার মিয়া, সাচ্চু মিয়া, আয়েশা বেগম, রনু বেগমসহ অনেকেই বলেন, প্রতি বছরের এই আয়োজনে আমরা খুবই উপকৃত হয়। ডাক্তার দেখে আবার টাকা ছাড়া ঔষধও দেন। আমরা ডা: লিখনের জন্য দোয়া করি। আল্লাহ তাকে ভাল রাখুন। সুস্থ্য রাখুন। আমাদের গ্রামের এই আয়োজনটা যেন সবসময় চলে।