শিশু-কিশোরদের মধ্যে সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটাতে এই সর্বপ্রথম জেলার গৌরনদীতে মুক্ত মঞ্চের উদ্বোধণ করা হয়েছে। বুধবার রাত আটটার দিকে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান মুক্তমঞ্চের উদ্বোধণ করেন।
উপজেলা পরিষদের সামনে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান, হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও প্রেসক্লাবের কো-আহবায়ক জহুরুল ইসলাম জহির, কো-আহবায়ক খোন্দকার মনিরুজ্জামানসহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃতি করেন কবি শিকদার রেজাউল কবির ও বিএম বেলাল। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সাংবাদিক কাজী আল-আমিন, আমিন মোল্লাসহ অন্যান্য শিল্পীরা।