মুলাদীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ১৭ জুন, ২০২৫, ০৮:৩৮ পিএম
মুলাদীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বরিশালের মুলাদীতে পুকুরে কলাগাছ নিয়ে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মো. আহাদ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্ণীপুর গ্রামে এই ঘটনা ঘটে। মো. আহাদ ওই গ্রামের ইলিয়াস খানের ছেলে এবং ঢাকার একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিলো।

চরলক্ষ্ণীপুর গ্রামের হুমায়ুন কবির জানান, আহাদ বাবা-মাকে না জানিয়ে সোমবার রাতে লঞ্চে উঠে মঙ্গলবার সকালে বাড়িতে আসে। দুপুর দাদির সঙ্গে খাওয়া-দাওয়া করে। পরে পার্শ্ববর্তী বাড়ির ছেলেদের সঙ্গে কলাগাছ নিয়ে পুকুর সাতার কাটতে নামে। কোনো এক সময় আহাদের হাত ফসকে কলাগাছ সরে গেলে সে পুকুরে ডুবে যায়। সঙ্গে থাকা অন্যান্য শিশুরা তাকে তুলতে না পেরে বাড়িতে তার দাদির কাছে সংবাদ দেয়। পরে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিন উদ্দীন জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে লাশ দাফনের জন্য পরিবারের কাছে দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে