জেলার আগৈলঝাড়া উপজেলা সদরেরে ঐতিহ্যবাহী বাজার পরিচালনা কমিটির নির্বাচনে মো. সরোয়ার আলম সভাপতি ও আল-আমিন হাওলাদার সাগর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে আগৈলঝাড়া সদরের শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার (২৭ জুন) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ওইদিন রাতে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। বাজার পরিচালনা কমিটির নির্বাচনের নির্বাচন কমিশনার ও উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন।
নির্বাচনে পাঁচটি পদে মোট ১১ জন প্রার্থী প্রতিদন্ধীতা করেন। ৬৯৬ জন ভোটারের মধ্যে ৬৬৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ঘোষিত ফলাফল অনুযায়ি আগৈলঝাড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি পদে মো. সরোয়ার আলম ৩২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আলী আকবর মিঠু, সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক রুস্তুম মোল্ল, কোষাধ্যক্ষ পদে শাহাদাৎ হোসেন মোল্লা নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।