অনিয়মকে তুলে ধরাই হচ্ছে সাংবাদিকদের দায়িত্ব

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৬, ১০:১২ এএম
অনিয়মকে তুলে ধরাই হচ্ছে সাংবাদিকদের দায়িত্ব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন-‎সাংবাদিকতা একটি মহান পেশা। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সকল অন্যায়-অনিয়মকে তুলে ধরাই হচ্ছে সাংবাদিকদের মূল দায়িত্ব। বরিশালের গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি ও প্রেসক্লাবের নবীন-প্রবীণ সদস্যদের সাথে রবিবার উপজেলার সরিকলস্থ নিজ বাসভবনে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় গৌরনদী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আশা প্রকাশ করে বলেছেন-গৌরনদী প্রেসক্লাব সবসময় স্বাধীন ও সাহসী সাংবাদিকতার প্রতীক হিসেবে কাজ করবে। প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, আসাদুজ্জামান রিপন, আহছান উল্লাহ, বিশ্বজিত সরকার বিপ্লব, সহসভাপতি এম আলম, সাবেক সহসভাপতি মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক এসএম জুলফিকার, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার, উত্তম দাস, সহ-সাধারণ সম্পাদক আমিনা আকতার সোমা, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী বাবু, প্রচার সম্পাদক হাসান মাহমুদ প্রমুখ।