কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার তৃনমূল নেতৃবৃন্দের মতামতকে উপেক্ষা করে উপজেলা বিএনপির অবৈধ কমিটি দ্বারা আগামী ৫ জুলাই সম্মেলন বাতিলের দাবীতে উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা আজ বুধবার বিকাল ৪ টার দিকে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিল শেষে বিকাল ৫টায় ঐতিহাসিক বাঁশমহল প্রাঙ্গণে বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাইয়ুম খান হেলাল এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এহেসান কুফিয়া বলেন, ৫ জুলাই বিএনপির একটি পক্ষ যে সম্মেলন করবে সেই সম্মেলনকে যেকোনো প্রকারে হোক প্রতিহত করতে হবে। তিনি বলেন, যারা গত ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে আতাত সম্মেলন করতে যাচ্ছে তাদের ফল খুব একটা ভালো হবে না। দলীয় নেতাকর্মীরা এদেরকে যে প্রকারে হোক প্রতিহত করবে বলে বক্তব্যে বলেন। বক্তব্য রাখেন, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব কাজল ভূইয়া, স্বাগত বক্তব্য রাখেন, প্রয়াত এমপি মজিবুর রহমান মঞ্জুর তনয় ও তার স্মৃতি সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন বলেন, এই বানানো সম্মেলনকে প্রতিহত ছাড়া আমরা আর কিছুই দেখছি না। তিনি বলেন, তারা তাদের একজন প্রভাবশালী নেতা গত ১৭ বছর ফ্যাসিস্টদের সাথে থেকে অনেক সুবিধা নিয়েছেন। একই সঙ্গে ওই আমলে একটি মামলাও খাননি। আরো বক্তব্য রাখেন, বাজিতপুর সরকারি কলেজের সাবেক জিএস, জেলা সদস্য মীর জলিল, কিশোরগঞ্জ জেলা যুব দলেল সহ-সভাপতি এডভোকেট মোঃ শাহ্ আলম, বাজিতপুর উপজেলা যুব দলের সাবেক সভাপতি কায়সার মাহমুদ রিপন, বাজিতপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট কাজী মঞ্জুরুল হক রোকন, বর্তমান উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এ.কে.এম ফজলুল হক।