প্রকাশ্যে দিবালোকে ফিল্মি ষ্টাইলে দশম শ্রেণীর এক ছাত্রীকে (১৫) অপহরনের ঘটনায় থানায় ছাত্রদল নেতাসহ পাঁচজনের নামোল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। অপহৃতা ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তামজিদ নুসায়ের মিরন সরদার, সালমান খান হৃদয়, শাওন, ফাহিম সিকদার, ইমন সিকদারসহ আরো ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় অপহরন মামলা দায়ের করেছেন। অপহৃতা স্কুল ছাত্রী বানারীপাড়া উপজেলার চাখার ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী।
ছাত্রদল নেতা মিরন সরদার উপজেলার চাখার ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মনির সরদারের ছেলে ও হৃদয় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মাদারকাঠী গ্রামের আব্দুস ছালামের ছেলে। শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন, অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
এজাহারে জানা গেছে, ১০ জুলাই দুপুর দুইটার দিকে উপজেলার সলিবাকপুর ইউনিয়নের শাখারিয়া গ্রামের চান্দু মোল্লার বাড়ির সামনের রাস্তা থেকে ফিল্মি ষ্টাইলে ওই ছাত্রীকে অভিযুক্তরা অপহরণ করে নিয়ে যায়। এ সময় বাঁধা প্রধান করায় অপহৃতার নিকট আত্মীয় কাওসার হোসেনকে মারধর করে তার মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ওই ছাত্রীর ফুফা মোস্তফা মোল্লা ও ফুফু রুনু বেগম ঘটনাস্থলের অদূরে রাস্তায় বাঁধা প্রদান করায় অপহরনকারীরা তাদেরকেও মারধর করে।
অভিযোগের বিষয়ে চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তামজিদ নুসায়ের মিরন ও সালমান খান হৃদয়ের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে অপহরনের অভিযোগ অস্বীকার করে সালমান খান হৃদয়ের বাবা আব্দুস ছালাম স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, যতোদূর জেনেছি প্রেমের সম্পর্কে তার ছেলের সাথে ওই স্কুল ছাত্রী অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে।