সোহাগহ হত‌্যায় পাথর‌ নি‌ক্ষেপকারী‌কে গ্রেফতার

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫, ০১:৫৩ পিএম
সোহাগহ হত‌্যায়  পাথর‌ নি‌ক্ষেপকারী‌কে গ্রেফতার

মিট‌ফো‌র্ডে ব‌্যবসায়ী সোহাগ হত‌্যায় পাথর‌নি‌ক্ষেপকারী‌কে পটুয়াখালী সদর উপ‌জেলার ইটবা‌ড়িয়া এলাকা থে‌কে গ্রেফতার ক‌রে‌ছে ঢাকার ডি‌বি পু‌লিশ। আজ রা‌তে তা‌কে গ্রেফতার ক‌রে অ‌ভিযা‌নে অন‌্য জেলায় চ‌লে গে‌ছে ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন পটুয়াখালীর অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার সা‌জেদুল ইসলাম। তি‌নি জানান, ঢাকার ডি‌বি পু‌লি‌শের এক‌টি দল এ‌সে রাতে সোহাগ হত‌্যা মামলার এক আসামী‌কে ইটবা‌ড়িয়া থে‌কে ধ‌রে নি‌য়ে চ‌লে গে‌ছে। রা‌তে অন‌্য জেলায় অ‌ভিযান থাকায় এই মুহু‌র্তে তার নাম প্রকাশ করা সম্ভব না। 

অপর‌দি‌কে ঢাকার ডি‌বি পু‌লি‌শের নির্ভর‌যোগ‌্য সূত্র জানায়, গ্রেফতারকৃত অপর আসামী‌দের কাছ থে‌কে পাওয়া তথ‌্য এবং তথ‌্য প্রযু‌ক্তির সহায়তায় নি‌শ্চিত হ‌য়েই তারা রা‌তে পটুয়াখালী‌তে অবস্থান ক‌রে। পরব‌র্তিতে প্রযু‌ক্তির সহায়তায় ইটবা‌ড়িয়া এলাকার এক‌টি বাসা থে‌কে ওই আসামী‌কে গ্রেফতার ক‌রা হয়। তার দেয়া তথ‌্য অনুযায়ী আ‌রেক আসামী‌তে গ্রেফতার কর‌তে অ‌ভিযান অব‌্যাহত রেখে‌ছে ব‌লেও সুত্রটি জানায়। ত‌বে পটুয়াখালীর ইটবা‌ড়িয়া থে‌কে গ্রেফতার হওয়া "আসামীই ব‌্যবসায়ী সোহাগের নিথর দে‌হের উপর পাথর‌ নি‌ক্ষেপকারী" এতটুকু নি‌শ্চিত হওয়া গে‌ছে। কিন্তু গ্রেফতার না হওয়া অন‌্য আসামীরা সতর্ক হবার কার‌ণে তার নাম প্রকাশ করা হ‌চ্ছেনা ব‌লেও সুত্রটি জানায়।

আপনার জেলার সংবাদ পড়তে