বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আশু রোগমুক্তি কামনায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বাদ জুমআ নগরীর বন্দরবাজারস্থ হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কুদরত উল্লাহ জামে মসজিদের বর্তমান ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুলসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।
উল্লেখ্য, ডা. শফিকুর রহমান সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর হার্টে ব্লক ধরা পড়ায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাহফিলে ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে ইমাম সাহেব দেশ ও জাতির কল্যাণে আল্লাহর কাছে প্রার্থনা করেন।