৩৭ বছর পরেও শিক্ষার্থীদের ভালবাসায় মুগ্ধ শিক্ষকরা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫, ০৫:১৫ পিএম
৩৭ বছর পরেও শিক্ষার্থীদের ভালবাসায় মুগ্ধ শিক্ষকরা

বরিশালের গৌরনদীতে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ও বর্তমান শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৮৮ ব্যাচের শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়েছেন সাবেক ছাত্ররা।

এসময় ছাত্র-শিক্ষকদের মধ্যে এক আবেগঘণ পরিবেশের তৈরি হয়। ৩৭ বছর পরেও জীবন সায়াহ্নে এসে সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে সম্মাননা পেয়ে মুগ্ধ শিক্ষকরা আবেগাপ্লুত হয়ে পরেন। পুনর্মিলনী উদ্যাপন কমিটির আহবায়ক সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বৈদ্য নারায়ণ পাল, ত্রৈলক্য নাগ, গৌরাঙ্গ দত্ত, বর্তমান ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক বিএম ইদ্রিস আলী, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক মো. শাহ আলম, বিজয় কৃষ্ণ ভক্ত, হাসনে জাহান। স্কুল জীবনের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী খায়রুল আহসান লাভলু, মনিরুজ্জামান খোকন, ফকরুল আলম মিয়া, আবু ওমর তালুকদার লিটন, সুরেশ দাস প্রমুখ।

দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতেই স্কুল প্রাঙ্গন থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে ’৮৮ ব্যাচের শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ে কাটানো স্মৃতিময় দিনগুলোর কথা আবেগভরে স্মরণ করেন এবং দীর্ঘদিন পর সহপাঠীদের সাথে পুনর্মিলিত হয়ে আনন্দ ও উচ্ছ্বাসে ভরা মুহুর্ত ভাগ করে নিয়েছেন। বিকেলে প্রাক্তন শিক্ষার্থী, তাদের ছেলে-মেয়ে ও নাতি-নাতনীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।