সৈয়দপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বিএনপি কার্যালয় থেকে বের করা হয়।র্যালি। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালায়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। ওই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার। বক্তব্য বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার,যুবদল নেতা তারিক আজিজ,এরশাদ হোসেন পাপ্পু, রেজওয়ান আক্তার পাপ্পু,সফিকুল ইসলাম জনি,শওকত হায়াৎ শাহ,সহ অনেকে। অপরদিকে নীলফামারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৭ অক্টোবর এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। বের করা হয় শহরে র্যালি। আয়োজন ছিল আলোচনা সভা ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ। বিএনপির দলীয় অফিসের সামনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আলহাজ্ব এ.এইচ.এম. সাইফুল্লাহ রুবেল।
সভা পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। বিশেষ অতিথি জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক,
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ, মোস্তফা হক প্রধান বাচ্চু,রিয়াজুল ইসলাম কালু, জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য রেদওয়ানুল হক বাবুসহ অনেকে।