বরিশালের গৌরনদী উপজেলার ৩৬ নং সুন্দরদী মৌজায় জমি দখলের উদ্দেশ্যে পরিকল্পিত নাটক সাজানোর অভিযোগ উঠেছে। আদালত স্বীকৃত মালিক মোঃ মোস্তফা মুন্সি জানান, বৈধ মালিকানা থাকা সত্ত্বেও একপক্ষ অনুমতি ছাড়াই জমিতে অস্থায়ীভাবে মন্দির স্থাপন করে, পরে রাতারাতি নিজে থেকেই সেটি সরিয়ে “মন্দির ভাঙা”বলে প্রচার চালায়।
মালিকপক্ষের দাবি, এটি জমি দখলের ষড়যন্ত্র এবং ঘটনাটিকে ধর্মীয় ইস্যু বানানোর চেষ্টা। তারা অভিযোগ করেন, একজন স্থানীয় সাংবাদিক একতরফাভাবে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছেন এবং গৌরনদী মডেল থানায় কোনো তদন্ত ছাড়াই মামলা নেওয়া হয়েছে।
ভুক্তভোগী পক্ষ আদালতের রায় বাস্তবায়ন, অনুমতি ছাড়া স্থাপনা স্থাপন ও সরানোর ঘটনার তদন্ত এবং বিভ্রান্তিকর সংবাদ সংশোধনের দাবি জানিয়েছে। স্থানীয়ভাবে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।