সৈয়দপুরে ভিসা প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৫, ০২:৫৮ পিএম
সৈয়দপুরে ভিসা প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

নীলফামারীর সৈয়দপুরে অনলাইনে জুয়া ও ভিসা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ১৩ নভেম্বর বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো.আকতার হোসেন।

এরা হলেন উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর পঞ্চায়েত পাড়ার আতাউর রহমান ওরফে আতিকের ছেলে মোঃ ইমন হোসেন (২০) ও মোঃ লিমন হোসেন (২৯)।

জেলা গোয়েন্দা পুলিশ জানান,তাদের একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ১২ নভেম্বর রাতে অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেফতারকৃতদের বাসায় অভিযান চালিয়ে   দুইজনকে গ্রেফতার করা হয়। দুইজনের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ  জব্দ করা হয়।

এ বিষয়ে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো.আকতার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁদেরকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভিসা প্রতারণাসহ অনলাইনে জুয়া খেলার কথা স্বীকার করেন। পরে সৈয়দপুর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে