হোসেনপুরে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কমিটি গঠন

এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৫, ০১:৩৮ পিএম
হোসেনপুরে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের ৬৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন হয়েছে। গত ১৬ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে অনুমোদিত এ কমিটিতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হয়েছেন।

নবগঠিত কমিটিতে পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিনকে সভাপতি, গড়বিশুদিয়া ডিএইচডি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. শামছুল আলমকে সাধারণ সম্পাদক এবং হোসেনপুর বিএম কলেজের প্রভাষক মো. নজরুল ইসলাম মৃধাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটি অনুমোদন করেন জেলা সভাপতি মাজহারুল আলম ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ।শিক্ষকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

আপনার জেলার সংবাদ পড়তে