বগুড়ার গাবতলীতে হত্যার উদ্দেশ্যে মারপিট মামলার আসামীরা প্রকাশে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। উল্টো মামলা তুলে নিতে আসামিরা বাদীকে হুমকী দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। নিরাপত্তাহীনতায় ভুগছে বাদী ও তার পরিবার।
মামলা সূত্রে জানাগেছে, গাবতলী পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের খলিশাকুড়া গ্রামের আবেদ আলী বাটালুর ছেলে মিজানুরের সাথে, রাজনৈতিক ও পূর্ব শত্রুতার জেরধরে আসামীদের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।
এর জেরধরে ২ নভেম্বর রাত সাড়ে ৮ টায় একটি ইট ভাটার পশ্চিম পার্শ্বে খলিশাকুড়া বিলে মাছ ধরতে গেলে, ওৎপেতে থাকা মামলার আসামিগণ লাঠি সোটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে বাদী মিজানুরের ওপর আক্রমণ চালায়। গুরুতর আহত মিজানুরের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে দেয়।
এঘটনায় ২১ নভেম্বর মিজানুর রহমান বাদী হয়ে গাবতলী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। রেজাউল করিমকে প্রধান আসামি করে, টুকুল মিয়া, শফিকুল ইসলাম, মিঠু মিয়া, হানিফ মিয়া, আশরাফ আলী, ফারুক হোসেনসহ ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়।
থানায় মামলা হওয়ার ১০দিন অতিবাহিত হলেও কোন আসামিকে পুলিশ গ্রেফতার করেনি। বাদীর অভিযোগ আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং মামলা তুলে দিতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সাব- ইন্সপেক্টর (নিরস্ত্র) শাহাদত হোসেন বলেন, মামলাটি তদন্ত চলছে, আসামীদেরকে গ্রেপ্তার করতে বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রয়েছে।