নিজের পোস্টার নিজেই নামালেন জামায়াত প্রার্থী জহির উদ্দিন বাবর

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৫, ০১:১৮ পিএম
নিজের পোস্টার নিজেই নামালেন জামায়াত প্রার্থী জহির উদ্দিন বাবর

নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান প্রদর্শন করে নিজের লাগানো পোস্টার নিজ হাতে ছিঁড়ে ফেলেছেন বরিশাল -৩ (বাবুগঞ্জ - মুলাদী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

গত ১১ ডিসেম্বর রাতে নির্বাচনী তফসিল ঘোষণার পর আচরণবিধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ায় শুক্রবার সকালে তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ঝুলানো পোস্টার অপসারণ শুরু করেন। এ সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে তিনি নিজেই পোস্টার ছিঁড়ে ফেলে ভোটার ও সাধারণ মানুষের সামনে আচরণবিধি মেনে চলার বার্তা পৌঁছে দেন।

অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, নির্বাচনী আচরণবিধি সবার জন্য সমান। আমি একজন প্রার্থী হিসেবে নিজে থেকেই এগিয়ে থাকতে চাই। তাই বিধি জারির সাথে সাথে আমার সব প্রচার সামগ্রী, পোস্টার, ফেস্টুন অপসারণের কাজ শুরু করেছি।

একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য যে আইনকানুন জারী হবে তা আমাদের সবার মানতে হবে। যেহেতু রাষ্ট্রের আইন, নতুন আইন আমাদের মানতে হবে। আমার নির্বাচনী দুই উপজেলার সব জায়গায় এই সব প্রচার প্রচারণা ব্যানার যেখানে লাগানো হয়েছে তা আমরা খুলে ফেলব। স্থানীয় ভোটাররা বলেন, নির্বাচনী আচরণবিধি মানতে প্রার্থীর এমন দৃষ্টান্ত অন্যদের জন্যও অনুকরণীয়।

এ সময় অপসারণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা আমীর মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।