জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুরের কাউখালীতে নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের সাথে বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় ব্যক্তিবর্গদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপি'র সভাপতি এস এম আহসান কবির, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম হাওলাদার, কাউখালী সরকারি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বাবু, ইসলামী আন্দোলনের সভাপতি আলী হোসেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, সদস্য সচিব শারিফুল আজম সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, ব্যবসায়ী নেতা শোয়াইব সিদ্দিকী প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকসহ স্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।