নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পিরোজপুর জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল হাওলাদারকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার পত্তাশী ইউনিয়নের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার জানান, দেশব্যাপী “অপারেশন ডেভিল হান্ট ফেজ-২”নামের বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ইন্দুরকানী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ রাসেল হাওলাদারকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী গ্রেফতারকৃত রাসেল হাওলাদার এজাহারনামীয় অন্যান্য আসামিদের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত থেকে মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পিরোজপুর জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।