কয়রা সদরে অবস্থিত প্রগতি শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক পরীক্ষা ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টায় বিদ্যালয় চত্বরে এই ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি এস এম নুরুল আমিন নাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, সহকারি শিক্ষা অফিসার মৃরিন্ময় কুমার মন্ডল ও প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক রোকেয়া বেগম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতিমা নাহিন। আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সুব্রত কুমার সরকার, অভিভাবক সদস্য আব্দুল কাদের, সোনিয়া নাসরীন, শিক্ষার্থী তাসমিন জারা, লামিয়া মুনতাহা, রবিউল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে বার্ষিক পরীক্ষা ফল প্রকাশ ও কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক সদস্য সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।