সাতক্ষীরায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ্র লড়বেন ২১ হাজার প্রার্থী

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৭ পিএম
সাতক্ষীরায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ্র লড়বেন ২১ হাজার প্রার্থী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর লিখিত পরীক্ষা শুক্রবার (৯ জানুয়ারি) সাতক্ষীরা জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে জেলার ৩২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এবারের পরীক্ষায় জেলা থেকে মোট ২০ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে। কোন কেন্দ্রে কত পরীক্ষার্থী ও রোল নম্বর পরীক্ষা কেন্দ্রভিত্তিক তথ্য অনুযায়ী, শহরের প্রধান প্রধান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার্থীদের আসন বিন্যাস করা হয়েছে। এর মধ্যে-সাতক্ষীরা সরকারি কলেজ কেন্দ্রের তিনটি ভবনে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নেবেন। কলা ভবনে ১ হাজার ১৫৪ জন, বাণিজ্য ভবনে ৯০০ জন এবং বিজ্ঞান ভবনে ৯০০ জন। নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ১ হাজার ১০০ জন, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯০০ জন, এবং সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজে ৮১০ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন। সরকারি মহিলা কলেজ কেন্দ্রে বিজ্ঞান ভবনে ৮০০ জন এবং কলা ভবনে ৮০০ জন প্রার্থী অংশ নেবেন। সিটি কলেজ কেন্দ্রে প্রশাসনিক ভবনে ৭৫০ জন এবং বিজ্ঞান ভবনে ৭৫৯ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এছাড়া সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ৭৯০ জন, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৭৫০ জন, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৭৫০ জন এবং সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে ৭৫০ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। অন্যান্য কেন্দ্রগুলোর মধ্যে কারিমা মাধ্যমিক বিদ্যালয় (৪০০ জন), সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট (৬৫০ জন), নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট (৬০০ জন), পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয় (৬৫০ জন) এবং আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে (৮০০ জন)। এছাড়াও ছোট-বড় আরও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার্থীদের আসন বরাদ্দ করা হয়েছে। প্রশাসনের প্রস্তুতি সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। পরীক্ষাকেন্দ্রে যেকোনো ধরনের অনিয়ম রোধে এবং প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে।” শুক্রবার সকাল ১০টা থেকে নির্ধারিত কেন্দ্রগুলোতে এই লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।