আশাশুনিতে পৈত্রিক সম্পত্তিতে মাটি কেটে ঘর নির্মান চেষ্টার অভিযোগ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৬, ০৭:১৮ পিএম
আশাশুনিতে পৈত্রিক সম্পত্তিতে মাটি কেটে ঘর নির্মান চেষ্টার অভিযোগ

আশাশুনি উপজেলার বসুখালীতে পৈত্রিক সম্পত্তিতে ভেকু মেশিনে মাটি কাটার অভিযোগ পাওয়া গেছে। ঘর নির্মানের লক্ষ্যে মাটি কাটা হচ্ছে। প্রতিকার প্রার্থনা করে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।দেবহাটা উপজেলার রামনাথপুর গ্রামের মৃত ফরমান গাজীর ছেলে ইছাক আলী বাদী হয়ে বসুখালী গ্রামের মৃত মাওলা গাজীর ছেলে আনিছ গাজী, আনিছ গাজীর স্ত্রী ফরিদা খাতুন, ছেলে ফারুক গাজী, আমিন গাজীর ছেলে রহমত আলী, মৃত হাকিম গাজীর ছেলে মুনছুর গাজীসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে বিবাদী করে অভিযোগ করেন, তারা চক খলিশানী মৌজায় লতাখালী বিলে বাদীর পৈত্রিক ১.০৬ একর জমিতে বসত ঘর নির্মাণের লক্ষ্যে রবিবার (১৮ জানুয়ারী) রাত্র অনুঃ ৮ হতে ভেকু মেশিন দিয়া মাটি খনন করছে খবর পেয়ে বাদী ঘটনাস্থলে যায়। স্বাক্ষী ও আশপাশের লোকজনেরর উপস্থিততে বিবাদীরা তাকে মারধরে উদ্যত ও অশ্লীল ভাষায় গালিগালাজ এবং জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে হাকিয়ে দেয়। বাদী ও পরিবারের লোকজন বাধা নিষেধ করতে গেলে শান্তিভঙ্গের সম্ভবনা থাকায় পৈত্রিক জমিতে বসত ঘর নির্মান করতে না পারে সে ব্যাপপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন জানানো হয়। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজে নিষধ করে আসলেও সোমবারও তারা কাজ বহাল তবিয়তে করে যাচ্ছে। এব্যাপারে আইন শৃংখলা রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহনে আইন প্রয়োগকারী সংস্থার জোরালো পদক্ষেপ কামনা করেছে অসহায় বাদী পক্ষ।