এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র আয়োজনে এবং অঙ্ফাম ইন বাংলাদেশ-এর কাল্টিভেটিং চেঞ্জ প্রকল্পের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, কৃষি বিষয়ে বিশেষভাবে সচেতন করা এবং কার্যকর উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আজ (১৯ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের ডা. আবুবকর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জলবায়ু অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পালের সঞ্চালনায় উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থীদের জন্য পরিবেশ, কৃষি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩০ মিনিটের প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অনুষ্ঠিত হয় বন্ধুত্ব পর্ব, যেখানে প্রশ্নোত্তরের মাধ্যমে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য, জলবায়ু পরিবর্তনের কারণ, এর প্রভাব এবং কৃষি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় করণীয় নিয়ে আলোচনা করা হয়।
প্রশ্নোত্তর পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে গম্ভীরা পরিবেশনা উপস্থাপন করা হয়, যেখানে নানা-নাতির কণ্ঠে গানে গানে প্রতিটি প্রশ্নের উত্তর তুলে ধরা হয়। শিক্ষামূলক ও বিনোদনমূলক এই পর্বটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
একই সময়ে একদিকে উত্তরপত্র মূল্যায়ন এবং অন্যদিকে সচেতনতামূলক সাংস্কৃতিক পরিবেশনা চলতে থাকে। মূল্যায়ন শেষে ১২০ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১০ জন শিক্ষার্থীকে পরিবেশ বিষয়ক বই, সনদ, প্রকাশনা ও সকল অংশগ্রহণকারীকে ‘পরিবেশ বন্ধু’ নিম ও অর্জুন গাছ উপহার দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীরা শপথ গ্রহণ করেন পরিবেশের ভারসাম্য রক্ষা, নিয়মিত গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্রিয় ভূমিকা রাখবেন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সচেষ্ট থাকবেন।
জলবায়ু অলিম্পিয়াডে উপস্থিত ছিলেন তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সায়মা আঞ্জুমান, চান্দুড়িয়া দাখিল মাদ্রাসার মো. আমিনুল ইসলাম, রাতৈল উচ্চ বিদ্যালয়ের মোসা. নাসরিন আনজুম, ডা. আবু বকর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লিপি রানী সাহা।
ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল ডা. আবু বকর হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এই আয়োজনকে একটি তাৎপর্যপূর্ণ শিক্ষামূলক উদ্যোগে পরিণত করেছে। রাতৈল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মোসা. সালমুন খাতুন প্রথম, চান্দুড়িয়া দাখিল মাদ্রাসার সুমাইয়া ইসলাম সারিকা, ডা. আবু বকর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোসা. আয়শা তৃতীয় স্থান অধিকার করেন। ই/তা