জাটকা বিরোধী অভিযানে ১১ জনকে জরিমানা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬, ১০:৫২ পিএম
জাটকা বিরোধী অভিযানে ১১ জনকে জরিমানা

বরিশালের হিজলায় জাটকা বিক্রি ও ধরার অপরাধে পৃথক অভিযান চালিয়ে ১১ জনকে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  এরমধ্যে মঙ্গলবার উপজেলার কাউরিয়া বাজার থেকে পাঁচজন জাটকা বিক্রেতাকে আটকের পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ। জরিমানা দেওয়া জাটকা বিক্রেতারা হলেন-মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর এলাকার বাসিন্দা মো. হাবীব, আন্ধারমানিক এলাকার মো. শাহে আলম, হিজলার শ্রীপুর এলাকার মো. মনির হোসেন বেপারী, একই এলাকার শাহে আলম দেওয়ান ও আলীগঞ্জের মো. রিপন। অপর অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে জাটকা ধরার সময় নদী থেকে ছয়জন জেলেকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট ১২ হাজার জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। মঙ্গলবার রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন-জাটকা রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে মোট ১১ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করার পাশাপাশি প্রাথমিকভাবে সতর্ক করে দেওয়া হয়। তিনি আরও জানিয়েছেন-জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।