বিপুল ভোটে সরকার গঠনের আশাবাদ,

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনী যাত্রা শুরু করলেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ২২ জানুয়ারী, ২০২৬, ০২:৩৭ পিএম | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০২:৩৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনী যাত্রা শুরু করলেন নাহিদ ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ১০ দলীয় জোট সরকার গঠন করবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় তিন নেতার মাজারে শ্রদ্ধা ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাধারণ মানুষের সমর্থনেই এই জোট নির্বাচনে বিজয়ী হবে।

নির্বাচনী প্রচারণার সূচনা হিসেবে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন নেতার মাজারে শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত করেন নাহিদ ইসলামসহ জোটের নেতারা। সেখানে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও সংগ্রামের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গভীর সম্পর্ক রয়েছে। সেই ঐতিহ্যকে স্মরণ করেই এখান থেকে তাদের নির্বাচনী যাত্রা শুরু করা হয়েছে।

এই নির্বাচনকে তিনি আধিপত্যবাদবিরোধী আজাদীর যাত্রা হিসেবে উল্লেখ করেন। নাহিদ ইসলামের ভাষায়, এই যাত্রার মূল এজেন্ডা হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার। তিনি নির্বাচনের আগেই ওই মামলার অভিযোগপত্র দাখিলের দাবি জানান এবং বলেন, বিচার ও সংস্কার ছাড়া দেশের রাজনীতিতে টেকসই পরিবর্তন সম্ভব নয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, “সরকার এবং নির্বাচন কমিশন একটি বিশেষ দলের পক্ষে অবস্থান নিয়েছে। নিরপেক্ষতা বজায় রাখতে হলে সবার জন্য একই নিয়ম প্রযোজ্য হতে হবে।” তার দাবি, নির্বাচন ও গণভোটে জনগণের মতামত প্রতিফলিত হওয়ার পরিবেশ এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি।

নাহিদ ইসলাম আরও বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে সংস্কারের যে অঙ্গীকার দেশের মানুষ দেখেছে, তা বাস্তবায়নে ১০ দলীয় জোটের বিকল্প নেই। তার মতে, সংসদে এই জোট সাধারণ মানুষের কথা বলবে, গণঅভ্যুত্থানের চেতনা তুলে ধরবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই নির্বাচনী যাত্রাকে তিনি জনগণের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপনের সূচনা হিসেবে দেখছেন। তার ভাষায়, “বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে। আমরা সেই বিশ্বাস নিয়েই নির্বাচনের মাঠে নেমেছি।”

আপনার জেলার সংবাদ পড়তে