ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে জনগণের অংশগ্রহণ নিশ্চিতকল্পে গণভোটের বিষয়াবলী সম্পর্কে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে জনসচেতনতামূলক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়। এছাড়াও সভায় কলেজের শিক্ষার্থীদের নিয়ে মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কেও আলোচনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আব্দুল মান্নান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁসক এর উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান মিয়া, ইসলামিক শিক্ষার বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সাধারণ সস্পাদক মো. খালেদ ইকবাল, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আলী আজগর ফকির, পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আলমগীর বাহার প্রমূখ।
এসময় কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় গণভোট সম্পর্কে সরকারে বার্তা শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানান এবং তার বিষয়াবলি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান।
পরে মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে ডিএনসি চাঁদপুরের সহকারি পরিচালক বলেন, একটা পরিবারে সম্পদ ও সম্মান যতই থাকুক যদি সেই পরিবারের একজন মাদকাসক্ত থাকে তাহলে সেই পরিবার ধ্বংসের জন্যে আর কিছুর প্রয়োজন নেই। ওই পরিবারের আর কোন দাম থাকে না।
তিনি আরো বলেন, ধর্মীয় দৃষ্টিতেও মাদক হারাম। মাদকের বিষয়ের কোন সময়ই ছাড় দিবেন না। সুস্থভাবে জীবনযাপন করতে মাদক থেকে বিরত থাকতে হবে।
আমন্ত্রিত অতিথিরা বক্তব্যে বলেন, যে পরিবারের একজন মাদকাসক্ত থাকে, সে পরিবার যে কতটুকু ক্ষতিগ্রস্ত পরিবার তা বুজতে হলে সেই পরিবার দেখলেই বুজতে পারবেন। একটা জাতিকে ধ্বংস করতে যুব সমাজকে মাদকাসক্ত করলেই যথেষ্ট। মাদক নিয়ন্ত্রণে পরিবার বা অভিভাবক বিশেষ ভূমিকা রাখতে পারে।
তিনি আরো বলেন, যারা মাদক বিক্রি করে দেখবেন তাদের সন্তানকে কিন্তু মাদক থেকে দূরে রাখে। তারাও জানে এ মাদকের কুফলটা কি। মাদকাসক্ত হলে তার সন্তান কেমন হবে। তাই অভিভাবকরা নিজের সন্তানের দিকে নজর দিবেন। আপনার সন্তান কোথায় যাচ্ছে , কি করছে খবর নিবেন। সন্তানকে মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের খুব বেশি সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিতকল্পে গণভোটের বিষয়াবলী ও মাদকের কুফল সম্পর্কিত ডকুমেন্টারির মাধ্যমে নাটিকা ও প্রতিবেদনও প্রদর্শিত করা হয়।
ছবি ক্যাপশন- চাঁদপুর সরকারি কলেজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে জনসচেতনতামূলক অবহিতকরণ সভায় বক্তব্য রাখছেন সহকারি পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান।