চন্দনাইশ বিএনপিতে অন্ত:কোন্দল

এফএনএস (মুহাম্মদ আবু তোরাব চৌধুরী; চন্দনাইশ, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ১১:১৯ এএম
চন্দনাইশ বিএনপিতে অন্ত:কোন্দল

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপিতে অন্ত:কোন্দল বিরাজ করছে। এতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চন্দনাইশ ও আংশিক সাতকানিয়ার ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনে বিএনপির দুই স্বতন্ত্র প্রার্থী নির্বাচনীতে অংশ নিয়ে ভোট যুদ্ধে মাট ছষে বেড়াচ্ছেন। তবে এ দুই প্রার্থীকে দল থেকে প্রতিক বরাদ্দের পর বহিস্কার করা হয়। ফলে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতিকে বড় ধরনের প্রভাব পড়তে পাড়ে। কারন এ আসনে আংশিক ্সাতকানিয়া এলাকায় বিগত সংসদ নির্বাচনে বিএনপি নেতা এডভোকেট মিজানুল হক ধানের শীষ প্রতিকে নির্বাচনে অংশ নিয়েছিলেন এবার তিনি  ফুটবল প্রতিকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভোট যুদ্ধে নেমেছেন। এছাড়াও উক্ত আংশিক নির্বাচনী এলাকা খাগরিয়া থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে বড় ছেলে প্রয়াত আরফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান বিএনপি নেতা সিআইপি শফিকুল ইসলাম রাহী মোটর সাইকেল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোট যুদ্ধ ময়দানে প্রার্থীরা ভোটারদের মন জয় করে ভোট আদায়ে নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। কাটাচ্ছেন ব্যসত সময়। আগামী ১২ ফেব্রুয়ারী আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে চন্দনাইশ আসনে ধানের শীষ প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ এবং জামায়াতের সাথে ১০দলীয় ঐক্য জোট পার্থী ডক্টর কর্ণেল অব: অলি আহমদ বীর বিক্রমের ছেলে অধ্যাপক ওমর ফারুক ও কোভিড -১৯ এর ফ্রন্ট যোদ্ধা ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতিক বারং বার নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মওলানা সোলাইমান ফারুকীর মধ্যে আসনটি নিয়ে ত্রিমুখী ভোট যুদ্ধ চলছে। তবে অন্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরা বসে নেই বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করছেন। এদিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থী কিংবা সমর্থকদের মাঝে কিছুটা কাদা ছোড়াছুড়ি দেখা যাচ্ছে। এতে সাধারণ ভোটারদের মাঝে শঙ্কাবিরাজ করছে। চট্টগ্রাম-১৪ আসনের সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন জানান নির্বাচনী আচরণ বিধি লংগন না হয় এবং শান্তি  রক্ষায় আইন শৃঙ্খলাবাহিনী সতর্ক অবস্থায় রয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে