বাজিতপুরে এমওপি ও ডিএপি সারের সংকট

এফএনএস (খন্দকার এইচ.আর ফয়ছল; বাজিতপুর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৫, ০৫:২৩ পিএম
বাজিতপুরে এমওপি ও ডিএপি সারের সংকট

কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভা সহ ১১টি ইউনিয়নে গত ২-৩ দিন ধরে কৃষকরা এমওপি ও ডিএপি সারের সংকটের কারণে ধানী রূপনকৃত জমিতে এই সারগুলি পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার হাওরের বিভিন্ন এলাকায় গেলে কৃষকরা বলেন, এমওপি ও ডিএপি সার সংকটের কারণে তারা জমিতে সার দিতে পারছেন না। খোলা বাজার থেকে বেশি দামে এই ২ প্রকার সার কিনতে গিয়ে হিমসিম খাচ্ছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, সরবরাহ কম থাকায় ডিলার এবং সাব-ডিলাররা এই ২ প্রকার সার পাচ্ছেন না বলে জানাযায়।

আপনার জেলার সংবাদ পড়তে