বাজিতপুর চৌকি আদালতে আইনজীবী সমিতির নির্বাচন

এফএনএস (হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৫৯ পিএম
বাজিতপুর চৌকি আদালতে আইনজীবী সমিতির নির্বাচন

কিশোরগঞ্জের বাজিতপুর চৌকি আদালতের আইনজীবী সমিতির নির্বাচনে বৃহস্পতিবার সকাল ১১টা হতে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন এডভোকেট রাগিব হাসান খান ভুলন ও শিক্ষানবিশ আইনজীবী মোঃ শরিফুল ইসলাম রাসেল দায়িত্বে ছিলেন। আইনজীবী সমিতির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭৮। এর মধ্যে বিপুল ভোটে ৩ বারের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এডভোকেট আ.ই.ম ইসমাইল সাকের  (মোট ভোট পেয়েছেন ৫০টি) ও ২ বারের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এডভোকেট তৌহিদ ফাত্তাহ ভোট পেয়েছেন ৪৮ টি। এছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি এডভোকেট জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহির উদ্দিন মোহাম্মদ আজীজ খান, কোষাধ্যক্ষ - এডভোকেট জাহাঙ্গীর আলম সুমন, দপ্তর ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোঃ মিয়াদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক- মোঃ বোরহান উদ্দিন, সদস্য- এডভোকেট কায়েস মিয়া ও ধীরেন্দ্র চন্দ্র দাস।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে