কিশোরগঞ্জের বাজিতপুর চৌকি আদালতের আইনজীবী সমিতির নির্বাচনে বৃহস্পতিবার সকাল ১১টা হতে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন এডভোকেট রাগিব হাসান খান ভুলন ও শিক্ষানবিশ আইনজীবী মোঃ শরিফুল ইসলাম রাসেল দায়িত্বে ছিলেন। আইনজীবী সমিতির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭৮। এর মধ্যে বিপুল ভোটে ৩ বারের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এডভোকেট আ.ই.ম ইসমাইল সাকের (মোট ভোট পেয়েছেন ৫০টি) ও ২ বারের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এডভোকেট তৌহিদ ফাত্তাহ ভোট পেয়েছেন ৪৮ টি। এছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি এডভোকেট জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহির উদ্দিন মোহাম্মদ আজীজ খান, কোষাধ্যক্ষ - এডভোকেট জাহাঙ্গীর আলম সুমন, দপ্তর ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোঃ মিয়াদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক- মোঃ বোরহান উদ্দিন, সদস্য- এডভোকেট কায়েস মিয়া ও ধীরেন্দ্র চন্দ্র দাস।