কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের সরিষাপুর গ্রামের অধিবাসী, ইতালিয়ান প্রবাসী ও ঢাকা পলি টেকনিক কলেজের সাবেক ভি.পি বি.এন.পি নেতা সম্ভাব্য এম.পি প্রার্থী- মোঃ বদরুল আলম শিপু বৃহস্পতিবার বিকেলে ইতালি থেকে দেশে ফিরেছেন। তাকে ঢাকা বিমান বন্দরে ও দেশের বাড়িতে শত শত বি.এন.পি নেতা কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানানোর পর বি.এন.পি নেতা বদরুল আলম শিপু মত বিনিময়কালে সন্ধ্যার সময় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, গত ১৫টি বছর ফ্যাসিবাদ সরকারের আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার পুত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বি.এন.পির লক্ষ লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলা নিয়ে জেল খেটেছেন। তিনি বলেন, দেশ নতুন ভাবে স্বাধীনতা লাভের পর সূর্য আবার নতুন করে উঠেছে। এখন আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে নেতা নির্বাচন করার আহ্বান জানিয়েছেন সকলকে।