রাজশাহী নগরীতে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার তার দোকান থেকে মুরগি ও নগদ টাকা লুট করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে দোকান ও বাড়ি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর নতুন কলোনি এলাকায় এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম নুরুল বাসার। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নুরুল বাসারের পরিবারের সদস্যরা জানান, ওই এলাকার জয়, রবিউল, কানন, আশরাফুল ছোট সাব্বির, ঢাকাইয়া হৃদয়সহ আরও কয়েকজন মিলে চাঁদা দাবি করে। তারা জানান, আওয়ামী সরকারের পতনের পর থেকেই এসব বখাটেরা নুরুল বাসারের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। কিন্তু নুরুল বাসার চাঁদা দেননি। তাই বৃহস্পতিবার সন্ধ্যায় দলবল নিয়ে দোকানে এসে হামলা চালানো হয়। হামলাকারীরা ব্যবসায়ী নুরুল বাসারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে দোকান ভাঙচুর করে। তারা দোকানে থাকা প্রায় ৪০ হাজার টাকা ও কিছু মুরগি লুট করে নিয়ে যায়। আর ডিম গুলো রাস্তায় ফেলে ভেঙে দেওয়া হয়। এই ঘটনার পর নুরুল বাসারের ভাই খবর পেয়ে সেখানে যান। তিনি আহত ভাইকে রিকশায় করে হাসপাতালে নিচ্ছিলেন। তখন আরেকদফা মারপিট করে তাকে হাসপাতালে নিতে বাধা দেওয়া হয়। তখন ভাঙচুর করা হয় বাড়িও। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত নুরুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ুর রহমান বলেন, ‘ছবি দেখলাম, ওই ব্যবসায়ী জখম হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। তারা চিকিৎসার জন্য ব্যস্ত থাকায় থানায় আসতে পারেননি।’ ওসি জানান, কে বা কারা কেন এই হামলা চালিয়েছে তা তিনি নিশ্চিত নন। তদন্তের পর এটা জানা যাবে।