সমৃদ্ধ বাংলাদেশ গড়া এবং সৎ, দক্ষ ও দেশ প্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মন্ডতোষ ইউনিয়ন শাখা এই সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসান। ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাবনা জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আসাদুজ্জামান মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা কলেজ কার্যক্রম সম্পাদক আরিফুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু হুরায়রা হৃদয়। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শহীদ এম মনসুর আলী কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম বাদশা ও মন্ডতোষ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা জহুরুল ইসলাম প্রমুখ।