অপারেশন ডেভিল হান্ট

পিরোজপুরে গাঁজা ইয়াবাসহ গ্রেপ্তার ৫

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৪৩ পিএম
পিরোজপুরে  গাঁজা ইয়াবাসহ গ্রেপ্তার ৫

পিরোজপুরে অপারেশন ডেভিল হান্ট এর অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোররাতে পিরোজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  ৫ কেজি গাঁজা ও ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক প্রেস ব্রিফিং এ জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মুকিত হাসান খান।ক্রবার দুপুর ১২ টায় সদর থানায় ওই প্রেস ব্রিফিং এ জানানো হয় বৃহসপতিবার রাতভর এবং শুক্রবার ভোররাতে মাদক বিরোধী অভিযানে পুলিশ ও ডিবির হাতে ৫ জন আটক হয়। এদের মধ্যে সদর উপজেলার শংঙ্করপাশা এলাকা থেকে গুলবানু (৫৫), মো: রাজিব খাঁন (৩৫), মো: রবিউল ইসলাম (২০) এর বাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট, আড়াই কেজি গাঁজা ও ১০ হাজার টাকা এবং শিকদার মল্লিক ইউনিয়নে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ নাজমা আক্তার (২৫) ও পৌর এলাকায় অভিযান চালিয়ে আলমগীর মোল্লা (৪৪) কে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে তিনটি নিয়মমিত মামলা করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট এ জেলায় এ পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে।