বাগেরহাটের মোল্লাহাটে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৭২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত জাঁকজমকপূর্ণ বহুমূখী আয়োজনে বিদ্যালয় মাঠে গত ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী, বিশেষ অতিথি ছিলেন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মোঃ ফজলুল করিম, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান ও একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস। প্রধান শিক্ষক এস. এম. ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসহাক, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হায়দার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শেখ সাহেদ আলী, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, সাবেক সভাপতি মোঃ হাফিজুর রহমান শেখ, অধ্যাপক কামরুল হাসান রাসেল, প্রধান শিক্ষক ইকরামুল হক, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোল্লা মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের সেক্রেটারি মোঃ পারভেজ মিয়া, বিএনপি নেতা খায়রুল আলম দুঃখু, শিক্ষক - শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক প্রমুখ।