নির্যাতিত সাংবাদিক আবুল কাসেমকে ভোরের আলোর সম্মাননা

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৪০ পিএম
নির্যাতিত সাংবাদিক আবুল কাসেমকে ভোরের আলোর সম্মাননা

ভোরের আলো সাহিত্য আসরের ১২২১তম সভায় পুষ্প অর্পনসহ সম্মাননা স্মারক তুলে দেয়া হয় সাংবাদিক আবুল কাসেমকে। ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে কিশোরগঞ্জ মডেল থানা সংলগ্ন মডার্ন ডেন্টালে এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এই সম্মান জানানো হয়। এতে সভাপতিত্ব করেন আসরের সভাপতি "অথচ এবং ইত্যাদি বইয়ের লেখক কবি মোতাহের হোসেন। সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মো: রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিসবাহ উদ্দিন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিআরডিবির উপপরিচালক, ভোরের আলো সাহিত্য আসরের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাফিজুর রহমান ভুইয়া, অবসরপ্রাপ্ত কৃষি অফিসার মো: মনজুরুল হক, সংবর্ধিত সাংবাদিক আবুল কাসেম, আসরের উপদেষ্টা দন্ত চিকিৎসক মো: হিরা মিয়া, ভোরের আলো সাহিত্য আসরের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আলী রেজা সুমন, কিশোরগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল ওয়াহাব, আসরের উপদেষ্টা হাকীম মোঃ সুলতান আহমেদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিল্পী মো: হেলাল উদ্দিন আকন্দ, আসরের  সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম লিটন, শিল্পী কাজী  আহমেদ রাজু, ভোরের আলোর নারী অংশের সাধারণ সম্পাদক  মির্জা মাহবুবা বেগ মৌসুমী, আসরের আইন ও শৃঙ্খলাবিষয়ক সম্পাদক কবি হিরন আকন্দ, নারী সদস্য আনোয়ারা বেগম, আসরের সদস্য কবি সাদেকুজ্জামান  সোহাগ, বাউল কবি কবির সরকার, তারণ্যের কবি সোহানুর রহমান, বৈষম্যবিরোধী আন্দোলনে রক্তাক্ত জখম হওয়া বিপ্লবী নেত্রী সুমাইয়া আক্তার ইকরা ও সমন্বয়ক আশরাফুল ইসলাম নাদিম। ভোরের আলো সাহিত্য আসরের সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী বলেন, ভোরের আলো সাহিত্য আসরের এই সম্মাননা আরও সম্মান বয়ে এনেছে। শুধু তাই না সম্প্রতি আবুল কাসেম জাতীয় দৈনিক ভোরের সময় কর্তৃক সেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে