কিশোরগঞ্জের হোসেনপুরে গণধিকার পরিষদের উদ্যোগে অভ্যুত্থান-২৪ শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায়, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সুস্থ সংস্কৃতি চর্চায় গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়। গণধিকার পরিষদ হোসেনপুর উপজেলা শাখার সদস্য সচিব হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ অর্থসম্পাদক ও কিশোরগঞ্জ জেলার সদস্য সচিব মো. মোখলেছুর রহমান আকন্দ উজ্জল, শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান খান,সমন্বয়ক ছাত্র যুব শ্রমিক তথা গণঅধিকার হোসেনপুর উপজেলা ও যুগ্ম সদস্য-সচিব কিশোরগঞ্জ জেলা শাখার সোহেল হায়দার, সুমন তালুকদার,থানা অফিসার ইনচার্জ মারুফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন উজ্জ্বল, হেফাজত ইসলাম উপজেলা শাখার সভাপতি মাওলানা ফারুক হোসেন, ইসলামি আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা কারিমুল্লাহ,গণঅধিকার পরিষদ নেতা সোহেল হায়দার,রিপন রাজ প্রমুখ। এ সময় দেশের বিভিন্ন জায়গার খ্যাতনামা শিল্পীরা গজল পরিবেশন করেন।