কুষ্টিয়া দৌলতপুর থানা বিএনপির আহবায়ক, সাবেক এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা । তার পুত্র শিশির মোল্লা ও তার ভাগ্নে খশরু মোল্লার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করার দায়ে সীমান্ত বর্তি ভাগজোত গ্রামের হাই ইসলাম বিশ্বাসের পুত্র কথিত সাংবাদিক বাদশা (৪০) কে পুলিশ বৃহস্পতিবার রাতে আটক করে। পরে ভুল স্বীকার করে সে মুচ লেখা দেয়ায় তাকে ছেড়ে দেয়া হয়।