বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু শনিবার জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় বললেন, ছাত্রদের ওপর ভর করে ক্ষমতায় গিয়ে রাজনীতিবিদদের ছোট করবেন না। সব গণতান্ত্রিক আন্দোলনের প্রেক্ষাপট রাজনীতিবিদরা তৈরি করেছেন। তাই যারা রাজনীতিবিদদের ছোট করছেন, তারা স্বৈরতন্ত্রের প্রতিচ্ছবি তুলে ধরছেন।
শামসুজ্জামান দুদু বলেন, চারদিকে ষড়যন্ত্র চলছে। মোদি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের দূতিয়ালি করে বেড়াচ্ছেন। কিন্তু এ দেশের মানুষ কৃতদাসের শাসন বরদাশত করে না।
বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, একটা গোষ্ঠী এক মাসের আন্দোলনকেই বেশি প্রাধান্য দিতে চায়। তারা অতীত দেখতে চান না। ড. মুহাম্মদ ইউনূসও এক মাসের বাইরে যাননি। এক মাসের মধ্যে মাস্টারমাইন্ড বের করেছেন। তিনি এক মাসের মধ্যে মাস্টারমাইন্ড বের করলেন। অথচ ৬ মাস কেন লাগলো জিনিসপত্রের দাম কমাতে!
জামায়াত ইসলামীকে উদ্দেশ করে শামসুজ্জামান দুদু বলেন, রাজনীতিতে এক শ্রেণির খেলোয়ার তৈরি হয়েছে। বিএনপির কেউ হয়ত চাঁদাবাজি করেছেন। কিন্তু কেউ হাসপাতাল, কোচিং সেন্টার দখল করেননি। ওই গোষ্ঠী এসব দখলে ব্যস্ত রয়েছে। যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চান, যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিলেন, যাদের ভোট ২ থেকে ৩ শতাংশের বেশি নেই।
বিএনপির সিনিয়র এ নেতা বলেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের ফসল ঘরে তুলতে হবে। রাজনৈতিক সরকার যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে, আন্দোলন চালিয়ে যেতে হবে।