সুজানগর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এফএনএস (সুজানগর, পাবনা) : : | প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৫২ পিএম
সুজানগর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পাবনার সুজানগর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৬৩৯জন ভোটারের মধ্যে ৫৯২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অত্যন্ত সুন্দর, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত ওই নির্বাচনে সুজানগর পৌরসভার সাবেক মেয়র মোঃ কামাল হোসেন বিশ্বাস ৪৯২ ভোট পেয়ে সভাপতি, মোঃ জসিম উদ্দিন বিশ্বাস ২০৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক এবং মোঃ মনজু শেখ ৩৮১ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এর আগে সম্মেলনের প্রথম পর্বের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এডঃ মাকসুদুর রহমান মাসুদ। পৌর বিএনপির আহবায়ক কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে পাবনা জেলা বিএনপি নেতা আলহাজ্ব আব্দুস সামাদ খান মন্টু, মোঃ আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নূর মোহাম্মদ মাসুম বগা ও সুজানগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আজম আলী বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে