সাঘাটায় মীমাংসার নামে টাকা দাবির অভিযোগ

এফএনএস (খ.ম মিজানুর রহমান রাঙ্গা; সাঘাটা, গাইবান্ধা) : : | প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৪৯ পিএম
সাঘাটায় মীমাংসার নামে টাকা দাবির অভিযোগ

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালিতে বণিক সমিতির সভাপতি ডিলু মিয়ার বিরুদ্ধে এক ব্যবসায়ীর বিরোধ মীমাংসার নামে টাকা দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগি সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন। জানা গেছে, উপজেলার উল্যাবাজারের ব্যবসায়ী ফারুক মিয়া দুই বছরের চুক্তি মোতাবেক ভাড়া নেওয়া দোকান ঘর ছেড়ে দিলে জামানতের ১ লক্ষ ১০ হাজার টাকা দোকান মালিক শফিকুল ইসলামের নিকট ফেরত চাইলে সে তালবাহানা করে সময়ক্ষেপন করতে থাকে। বিষয়টি উল্যাবাজার বণিক সমিতির সভাপতি ডিলু মিয়ার নিকট জানালে তিনি মীমাংসার আশ্বাস দিয়ে ২০ হাজার টাকা দাবি করেন। পরে ১৫ হাজার টাকায় মীমাংসা হলেও ওই দোকানের আরও প্রায় ৩০ হাজার টাকা মুল্যের আসবাবপত্র আটকে রাখা হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ওই ব্যবসায়ি। এ ব্যাপারে কথা হলে উল্যাবাজার বণিক সমিতির সভাপতি ডিলু মিয়া অভিযোগ অম্বীকার করে বলেন, এ কথা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। অভিযোগকারী ব্যবসায়ী ফারুক মিয়া অসুস্থ থাকায় তার দোকানের মালামাল বের করতে শ্রমিক মজুরী দিয়ে বাকি টাকা বণিক সমিতির ফান্ডে দেওয়া হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে