পঞ্চগড়ে চিন্ময় কৃষ্ণ ও শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকা দাহ

এফএনএস (শহিদুল ইসলাম শাহিন; পঞ্চগড়) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৪, ০৪:৫৮ এএম
পঞ্চগড়ে চিন্ময় কৃষ্ণ ও শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকা দাহ

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার এর কার্যালয়ে হামলা করে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও ড. মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকায় আগুন দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। বুধবার বিকেলে জাগপা'র বকুলতলা দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পঞ্চগড় - ঢাকা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত পথসভার আয়োজন করে। বক্তারা ভারতীয় আগ্রাসী মনোভাব ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার তীব্র প্রতিবাদ জানায়। সেইসাথে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনারের কার্যালয়ে হামলায় জড়িতদের বিচারের মুখোমুখি করার জোর দাবি জানানো হয়। এসময় ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের কুশপুত্তলিকায় আগুন দেওয়া হয়। জেলা জাগপা'র সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা বক্তব্য রাখেন, জেলা জাগপা'র সহসভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টার, সাংগঠনিক সম্পাদক কামাল পাটোয়ারী, আবদুল খালেক, যুব জাগপা'র কামরুজ্জামান কুয়েত, মকছেদ আলম, আরিফ হোসেন, আনু, আসমত আলী প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে